মোর কী অপরাধ ? জগৎ মাঝে- আপনত্ব ভাব ,
আশ্রয়হীনে দানি স্থান, এটাই কী দুর্বল স্বভাব ?
সে শত্রু বলে নি কক্ষনো ! ‘বড়ো হিংসুটে এ দেশ
এ দেশ চায় না আর, ভিন্ন-ভিন্ন জাতির গণবেশ’ ।
তবু অকারণ আপন জন, হৃদে হানিছে খঞ্জর ,
নিঃষ্পাপ রক্ত ঝরিয়ে- শান্ত হয় না তার অন্তর ।


শুধু, নীরবে বহে মোর আঁখিতে করুণাধারা বারি
ক্ষণে ক্ষমা করি অবুঝপ্রাণ, কেবলি মঙ্গলে তারি ,
আরো সাথে বলি, শিখে নাও ত্যাগ দয়া ও মায়া
জানি না আগে বাঁচিবে কিনা সম্প্রীতির এ ছায়া ।


বিশ্বে অকুত শুভফল দানেও, না শুভর উদয় ,
আজ দেশমাঝ- রণসাজ দেখে অন্তরে জাগে ভয় !
এখনো দানি শান্তির বাণী, সুফলে প্রতিটি জনে
কেহ নেয়, কেহ মোর দুর্বলতা ভাবে মনে-মনে ।
অহিংসা, ভাইচারা বাণী, ক্ষমা দানি আরো মাপ ,
‘বসুধৈব কুটুন্বকম’ উদারতা, কী ব্যাধিসম-পাপ ?


জনে, হিংসা স্বার্থ ভরা, আপসে দ্বন্দ্ব- কোন্দল ,
মধুর শান্তি,বুঝিল না মন, সে সুখ বৃহতের কোল ।
কত যুগ-যুগ, পুরুষ-কাল, চষিল মম উর্বর ভূমি  
তবু আপন মানে না, চায়- আলাদা আলাদা জমি ।


আদি প্রাকৃতিক প্রহরিণী, রক্ষায় চারিধার সীমানা ,
কত অন্তর্ঘাতী অশুভ চালে অহরহ করে জল্পনা ।
মাতমে ভরা অন্ধ অনাচার, ভরমার জাত পাত ,
মত-মতান্তর ধর্মাচার অসহিষ্ণুতায় পাই আঘাত ।


সবে ডাকি কাতর স্বরে, চেয়ে দেখ মম শরীর ,
অস্থি-পঞ্জর জর্জরিত ক্ষতগুলি আজ গভীর !
তবু কেন হোস না সদয় ? ভাবনা কেন মলিন ,
এ মোর পুকার, দৃঢ়তে হাল ধর , দূরিতে দুর্দিন ।


(ইং-৩০-১২-২০১৯)
বৃহতের কোল > গোটা ভারতবর্ষ ।
আলাদ আলাদা জমি > দেশ ভাগ ।
হিন্দী শব্দ, পুকার > নিবেদন , কাতর স্বরে ডাক ।