চৈত্রের চাতক কাতর, বুকফাঁটা তৃষ্ণা ,
শুষ্ক ঠোঁট কষ্ট পায়, বারি করে যাচনা ।
জ্ঞান পিপাসুর অন্তর রয় না, বশে-কাবু
রাতদিন কষ্ট ভোগে মীমাংসায় তবু ।
নবচেতনায় জ্ঞানীর জগৎ ,বাঁধন হারা ,
কখনো সে তীব্র তৃষ্ণা, করে গৃহছাড়া ।


তৃষ্ণাহীনের সুখজগৎ না কোন খেই
আচার বিচার চিন্তন শূন্য, এমনি তেই ।
পায় না অন্তর জ্বালা বিচার ঝামেলায়
ভবে গা এলিয়ে চলা- আলস্য ধারায় ।
চাতকের কষ্টরে, ধরে না তার অন্তরে ,
আপাতত মধুরক্ষণ কাটায় সে সুন্দরে ।


(০২-১০-২০২০)