মুক্ত বহুক্ষণ ,মোর বাতায়ন -
যদি না আসে মলয় হাওয়া ,
ফোটা ফুলে ভরা যে আঙন -
মধুকরে হ’ল না মধু নেওয়া !


গগনে , থরে-থরে, জলধর ,
যদি না বরষণ, শ্রাবণ বারি !
ঊজান দেখি গাঙের দু’ধার-
যদি না ভাসে সময়ে তরী !


শোভে ক্ষেত, শ্বেত কাশ ফুলে
যদি না দোলায় পবন-হাওয়া –
যদি না দাদুরী খুশী আজ জলে ,
যদি না হয় মেঘবরণী গাওয়া ?


বিকেলের মাঠ, রাখা পরিপাট
খেলিতে যদি না আসে শিশুরা ,
নির্মল আকাশ খোলা যেন হাট -
রজনীতে যদি না ফোটে তারা !


কবিতা গুলো,পড়ে খায় ধুলো ,
সেথা, যদি না মেলে পাঠক -
গ্রীষ্মতাপে বারি যেচে গেল -
কত আর ডাকিবে চাতক ?


ধী-জ্ঞান-বুদ্ধি , পেয়ে ও যদি,
দীনের মত মন, করে হরদম ?
চলে যাবে যে, এ একুশে সদী !
শূন্য- নিঃস্ব, পাওয়া এ জনম  ৷


যুগরথ টানা ঘোড়া,-সে সময় !
দানিবে না আর কোন অভয়-
জীবন হবে ক্ষয় কেবলি ক্ষয় ,
অমিল ! এমত আরো সুসময় ।

যে কোন সময়ে আদর করে
ডাকে কাল ! তার কালকুঠিরে ,
সে অচিন আলয়, তার জঠরে ;
গততে গমন, মান্যতে তারে  !!...


(ইং-১০-১২-২০১৬)