যদি পৃথিবী উল্টো ঘোরে, কোন ক্ষণে -
পড়ে কি তফাৎ, কারো আচরণে ?
না, সবে বলে, ধরার ঘোরাটা যে কাজ -
ঘুরুক না সে- উল্টোদিকে আজ !


আমরা যেমন ছিলাম, তেমনি সাজ ,
চলুক না কেন দেশে অরাজক রাজ ?
বেকারের সংখ্যায় লাগে না তাক !
যদিও অশোনা তাদের হিত বাক ।


তবু, আঁধারের রাত, প্রত্যুষে পোহায় ,
চলো একই ধারায় নেতার দয়ায় !
সময়ে যা পাই, তাই যে অনেক -
হোক না গণতন্ত্রের বয়স, শতেক ?


আমরা খাই হাওয়া, জল,
তীর্থে গেলেই পাই, তীর্থ ফল !
ও ভেজাল নিয়ে কেন মারা-মারি ,
নিজের উপায় নিজে সারি ।


সময়ে ডাকা, হরি-হরি ,
তুলসী তলায় গড় করি !
ঝাড়ফুঁকেতে কর্ম সারি -
শেষে, ঘটা করে শ্রাদ্ধ তারি !
ভাবিনা উল্টো বা ,সিধে ঘুরি !!


(ইং-১০-০১-২০১৮)