স্বর্গ, সে আকাশের ঊঁর্ধ্বে ,
তার রম্য উদ্যানে দেবগণ বিরাজে সুখে
জীবনে যন্ত্রণা না- চাওয়া পাওয়ার দুঃখে ।


পূণ্যবান, ঘোরদাবিদার ,
সিঁড়ির শেষধাঁপ পারিতে কর্মে কত লীন
কৃছ্র সাধনে কঙ্কালসার, অপেক্ষায় দিন ।


ঘোর আজীবন তড়পণ ,
উপরের দয়ার তরে ভক্তি ভরে আরাধন ,
তীর্থদ্বারে অর্থ দান মাণিক্য-রৌপ্য-কাঞ্চন ।

অকাট্য প্রমাণ নাই ,
সমস্ত লোকশ্রুতি কথা, সবই মন গড়ন ,
না প্রমাণ না দর্শণ, পুনঃ মর্ত্যে অবতরণ ।


ঘোড়ার হয় না ডিম ,
ঘুমঘোরে সুখস্বপ্ন যেন অল্প জলের মীন ,
ওঠা হয় রথে, তাতে গমন, আশা দীনহীন ।


(২৫-০৫-২০২২)