নিকট ভোট দৃশ্য প্রকট, ভোটচিহ্ন কত ওড়ে
দিয়ে পাল্লা গ্রাম-মহল্লা, নগরীয় পথঘাট ভরে ,
সারা মান দলের ধ্যান,মাত্র ভোটচিহ্নে ঘনঘটা
পোষ্টার ফেস্টুন- প্রচার ধুন, মোড়ে-মোড়ে পাটা ।


দেকান সাজিয়ে বেশ মজে, নেতা দোকানদার -
রাজনীতির সুনাম- অদৃশ্য কাম, বেজায় চমকদার !
মাছিরা গুড়ে হুড়মুড়িয়ে পড়ে, ছাড়ে নাকো পাত ,
নেতার কাজ ভোটচিহ্নে সাজ ,ডাকেন সর্বজাত ।


কারুর ফুল, গন্ধে আকুল !গুণবান সুচারু অতুল ,
আসল ফঁন্দি জবান বন্দি ছল আর চাতুরী, নির্ভুল ।
মায়ার ছায়া মনোহরা কায়া, চমকে ভরে কপাল -
ভোটচিহ্ন জপ্, দেখাবটী সব, শুধু ছলনার চাল ।


দেশময় সারা, বোঝে নেতারা, দেশজনতা অবুঝ ,
বাঘ রূপ সাজ, শোষণ রাজ, দম্ভে নাচায়, পুঁছ ।
গরীবের ভাত, নেতার হাত, চিহ্নটা দর্শণেই সুখ-
ভোট হবার পর বছর ভর ,দেখাবে না শ্রীমুখ ।


(ইং-১৬-১০-২০১৯)