নেতারে জিজ্ঞাসি করিয়া যত্ন ,
দেশ না, সে নিজে, বেশি রত্ন ?
নেতা আগে না - মাটির দেশ -
কার দান মুখ্য, সেথা অশেষ ?


দেশের দ্বারা, হয় কি নেতা ?
না, দেশই সবার, মাতাপিতা ?
কার সাহায্যে, কে বা বাঁচে ?
কার বেশি দান, সমাজ মাঝে ৷


নেতারা কেন আজ এত গর্বিত !
আখের গোছানোয়, তারা রত ?
বোঝেনা কি তারা সর্ব দিক ,
কেন জনতা মাগিছে- ভিখ্ ?


হাত-পা বাঁধা, বদ্ধ জনতা -
অট্ট হাস্য, হাসছে- নেতা !
অহংকার ভরা নেতার মন -
নেতার বাস, নন্দন কানন !
ধন ধান্যে নেতা পূর্ণ,- ধন্য -
দেশকে ভাবা কেন নগণ্য ?


চালনায় রাজপ্রথা, গণতন্ত্রে ,
দিক্ষিত তারা ,শোষণ মন্ত্রে !
এসব নিয়ে ভাবাই বৃথা -
শূন্য তাদের মাথা ব্যথা !


(ইং-১৭-১০-২০১৭)