হালে, পরিস্থিতি হ’লে, শুষ্ক-খরা -
সবুজ গাছ হয়, নেড়া-পাতাঝরা !
বন্যায় থৈ-থৈ, অঠাঁই মাঠ-জল -
দুঃখীর বাড়ে জ্বালা, জীবন অচল !


পড়িলে ঘুঘু কোন কালে ফাঁদে  ,
সে তপ্ত দুপুরে, তারস্বরে কাঁদে !
বনের সাথী-সখা, হয় না দেখা -
নামে আঁধার, সব শূন্য-ফাঁকা !


কোন অজুহাত চলে না তখন ,
কপালে ঘনালে বিমুখ ক্ষণ ।
ধরাধামে চলমান, দিবস রজনী ,
সংঘটিত এমত অজস্র কাহিনী !


অকালে মূলটা উপড়ে পড়া -
কতর অবস্থা, ভারসাম্যহারা !
মাথায় প্রিয়জনের ছায়া- হীন -
তারা রয় চিরকাল দুঃখী-দীন ।

জীবন খাতার- পাতায় পাতায় -
ভরা পড়া সব, করুণ গাঁথায় ।
অবসর কালে যতনে হেরিলে ,
দু’গণ্ডদেশ বহে, নয়ন-জলে !


(ইং-২০-০৬-২০১৮)