শরঃ উনুনে দু’পা বরফে
মাঝখানটায় মাপে উত্তাপ ,
এই কায়দায় হিসাব আজ
এটাই সরকারী মাপ !


অদূরে দেশ মঙ্গলে যাবে
শুদ্ধ রাখ অন্তঃকরণ ,
কে বলে অভাবী দেশবাসী
অকালে ঘটে কী মরণ ?


খাদ্য-বস্ত্র, গৃহের- অনটন
কোটির বাস ফুটপাথে ,
মেপেজুকে সিদ্ধান্ত যতো
আয়বৃদ্ধি প্রতি মাথে ।


গাড়ীর উৎপাদন ব্যাপক হারে
কেনার নেই কো লোক ,
রাস্তাঘাট সব গোল্লায় যায়
পথ চলতি দুর্ভোগ ।


বেকার চায় রোজগার-আজ
বাজেটে সেথা ফাঁকা ,  
নিজের বেলায় ছল-চাতুরী
স্বার্থ কাজে পাকা ।


উন্নতির পথ নিজেই অজানা
ন্যাস্ত মাতব্বরি-মন ,
দৈবাৎ সুপখ দেখায় কেহ
তারে পাঠায় সমন !


বাঁচার উপায় একটাই খোলা
শামুক খোলে জীবন ,
যা কিছু ঘটে দেশের মাঝে
দিয়ো না কান- মন ।


(ইং-১০-০৭-২০১৯)