দেশ-ভাষা, উৎস-জড়- জীবনের অঙ্গ ,
মহান পরিচয় এককথায় বলা সে বঙ্গ ;
ভাষা, অদি-প্রচীনে তার শিকড়- মূল ,
সে বাংলারে কে করে নিঃস্ব অতুল ?


প্রবল প্রতিহিংসা পরায়ণ  বিচার ,
কত নীচ-নিষ্ঠুর তাদের কর্ম আচার !
সন্তানের মাতৃদুগ্ধ কেড়ে নিতে চাল -
তারা চায় ছিনতে মার শীতল আঁচল !


সে বীর করে শত্রুর দুয়ারে পদাঘাত ,
আজ বাংলার বুকে অমর ওঁরা ‘বরকত’ ।
বিশ্বে মেলে ভাষা শহীদদের শ্রেষ্ঠ সম্মান ,
একুশে ফেব্রুয়ারী,মাতৃভাষা দিবস তার স্থান ।


(ইং-২১-০২-২০১৯)
*- মাতৃভাষা দিবসে অমর ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলি জানাই ।