মানুষের সর্ব সুখকে নিয়ে- যতো আবিষ্কার ,
চারিদিকে তার - তবু কেন আজ- এতই হাহাকার !
সংখ্যায় যার নাগাল ছাড়া - পরিমাণে হিমালয় ,
ধ্যেয় তার একটাই দিক - ভরুক শান্তিতে আলয় ৷
দিকবিদিক যেখানেই যাও - পৌঁছে গেছে আবিষ্কার ;
ভাঙ্গা গড়া উভয় চলেছে - করছে কত নচ্ছার ৷
বিজ্ঞান তার স্বরূপটি বাড়ায়- হিতার্থে যত জীব ,
খলেরা বসে ঘুণ ধরায়- লোভেতে হয়ে উদগ্রীব ৷


খাদ্যকে যে অখাদ্য করেছে - রসায়ন খাদ দিয়া ,
নাগপাশে আজ বদ্ধ হয়েছে - কীটনাশকে হিয়া ৷
শৈশব আজ শিশুর নয়কো - অন্যযুগের প্রাণীর ,
যৌবন আজ জরা নেমেছে- নিস্তেজে ধমনীর ৷          
দয়া আজিকে ক্ষমা যাচিছে- বাঁচাও মোরে আজ ,
লজ্জা যে তার, দ্বার খুলছে - আকাশ জুড়ে বাজ !
ক্লোন এর দ্বারায় মানুষ গড়বে, গড়বে ভগবান ;
শিরোচ্ছেদে শির জুড়িবে - এমনি করিলো আহ্বান !
ব্রম্ভাণ্ডের চিন্তার বুঝি হল অবশান,
আবিষ্কার হল সূক্ষ্ম কণা, ‘হিগস্ বোসন’৷
মায়ার বাঁধন ছিন্ন হচ্ছে - হচ্ছে পিছু টান ,
আবিষ্কার কী দেখাতে পারে, মায়ের অবদান ?
(ইং- ১১-০৪-২০১৫-শনিবার)-Poem Goole- (Jiggasa.in)
প্রথম মানাব শির দান করেন রাশিয়ার-30 বর্ষীয়-কম্পুটার বৈজ্ঞানিক বৈলেরী সপ্রীদোনোভ, অপরেশন-2016 তে হওয়ার কথা ছিল, এখন সময় দিয়েছে-2017.