আস্থার মন্দিরে আর্তর ভিড়
পথ হারা পাখিটা খোঁজে নীড় ৷
প্রদীপ তলে ঘণ অন্ধকার-
বিচারালয়ে ন্যায়ের হাহাকার !
হাত-পা বাঁধা, যোগ্য সবল
খল, করে দখল, ভব্য সকল !


যদিও আঢাকা চাদরে পা -
খরচা পাতি সব অমাপা !
আছে টাকা, লাগাই সুদে ,
তখন মেলেনা, যখন খিদে !
শীতল তরে, হাত পাখা
বিজলী আছে, নেই দেখা !
পেটে ক্ষুধা , ভরে যন্ত্রণায় -
ঔষধ পেতে জ্বালা বেজায় !
যদিও কর্ম স্থল, বহুদূরে -
যান-বাহন চলেনা ,সময় করে ৷


ভেজালে একাকার ! দই, চুন-
মান, হুঁশ, ক্ষয়ে, ধরে অপগুণ ৷
সব আছে, আসে ,অসময় জ্বর !
স্বস্তির চিন্তায়, আস্থার ঘর ৷
সংকীর্তনে যে বাতাসা উড়াই-
পুনঃ মাটিরটা, আদরে কুড়াই !!


(ইং-১২-০৬-২০১৭)