লাগে না জ্ঞান বুদ্ধি আচার
হলেও কমতি অগাধ গূঢ়শিক্ষার
রাত জেগে হয় না পড়তে অনর্গল
শুধু চাই যোগ্যতা-গুণ, গড়া দল ।
দেখ,- চারিদিক.... ধিনধিনাধিন্
ঘিরে সুখেরা করে ভিন্-ভিন্ ,
সংসারে যাঁরা নানা ফন্দি রচেন
কৌশলে ভাল খেয়ে মজায় আছেন ।


একটু ফাওকথা, ব্যবহারিক শিক্ষা
পেলে, লাজ-শরম ভুলে সে দীক্ষা ,
উপচে পড়ে- গলায় গলায় সুখ
ভয়ে ধারে আসে না কোন অসুখ ।
এর বিরুদ্ধ কিছু বলার জো-নেই
এমন কি চিরতরে হারাবে খেই !
এমনি ধারা জীবনে নাও বাওয়া
এও উত্তম পথ , উৎরে যাওয়া ।


(১৪-১২-২০২০)