রাতদিন শুধু খেটে খেটে
গায়ের রক্ত জল -
মাথার ঘাম পায়ে ফেলে
সংসার নয় সচল ।
কি কারণে এমন চলন
উত্তর নেইকো জানা
যা কিছু করি স্বার্থটানে
বিবেক করে না মানা ।


ভাটার টানে নৌকা বাই
কত যে লাগে ভাল
এমনি ধারায় আশা পুরিলে
জীবনে আলো-আলো ।
ভাগ্য জোরে বিপদ আপদ
সহজে উৎরে যাই ,
আগের তরে ঝড় না বৃষ্টি ?
ভাবার ফুরসৎ নাই ।


ভবের রঙ্গ, মাত্র খেলা
বলে, কত সেয়ানা -
চোখ থাকতেও অন্ধ হই
মর্মটা হল না জানা ।


(২১-০৯-২০২০)