এমত নেতার পণ, উত্থানে-জন ,
বর্জন করি অহিত ছলনা -
যাবতীয় শোষণ, নির্মূলে যতন ,
যদি সংঘটিত তাঁর চেতনা !


জীবনের সুখটি, সে দেবে ছুটি ,
শুধু দুঃখ, মাথায় করে-
কাদা-ধূলি-মাটি ,পায়ে হাঁটি-হাঁটি ,
ভ্রমিবে দুখীর দ্বারে দ্বারে ।


ওঠে শোরগোল কেউ ভাবে পাগল ,
ঈর্ষা করে, তাঁর জনসেবায় -
এঁর মাত্র আদল, নামডাক কৌশল ,
দেখে, নেতার স্বার্থ হেথায় !


যদি সততা মনে, কর্মকারণে -
ত্যাগ-সেবা ভাবনা অপার ,
সবে তা’ জানে, সে নেতা গুণে -
খ্যাতি ভরে- সারা সংসার ।


(ইং-১৩-০৯-২০১৮)