বেগবতী নদী চলে কূল ছাপিয়ে
সদানন্দ, গতি,-মস্তি, দাপিয়ে ,
খুশী ভরা ঘুরপাক জলরাশি -
খেলে সারাক্ষণ সাথে সূর্য-শশী ।


স্বপ্ন মাখা এ আকাশ নীচে -
নিত্য কতোর যে মন নাচে ।
আবেগঘন , ভাবনারা সারা -
উপচে পড়া সুখ কত না তারা !


ঘুমে বিভোর, গভীর অতলে ,
মধুর সুখ স্বপ্নে রাতদিন ঢলে।
জগৎ মাঝে ঘটিত নড়া-চড়া -
আত্মভোলার না ফুরসৎ-সাড়া ,
অনুভব হীন, ঘাত প্রতিঘাত -
অন্তর ভাবনা নির্মূল, ধূলিসাৎ !


এ এক মোহ, অপার আনন্দ -
এক দিশার যাত্রা, কেবলি মান্য,
সে, ঝঞ্ঝাঝড়ে নয় অত কাবু -
সহাস্য বদন,সমুজ্জ্বল বাবু।
মন্ত্রণ-চিন্তন, এই বুঝি ত্রাণ ,
এভাবে চায় খুশিয়ালী প্রাণ !


(ইং-২৭-০৯-২০১৮)