চারিদিকে হায় !         অবিরাম ধারায় -
             সবার বাড়-বাডন্ত !
ব্যাপক কলেবরে ,          বাড়ে থরে-থরে ,
             পরগাছার নেই অন্ত !


বড্ডো বাড়িছে বাড় ,     বৃদ্ধিতে জনসংখ্যার -
            অনিন্ত্রিত আজি যে তারা ৷
জমিতে এসেছে কমি ,    ঘরদুয়ার সবই দামী ,
            বেকারে ভাসিছে বসুন্ধরা ৷


বেড়েছে ধার্মীক ,             হীনতা ততোধিক ,
              অসৎ দ্রুত ছোটে !
উৎসব পার্বণে ,               বাড়ন্ত বিজ্ঞাপনে ,
             শোভিছে বাজার ঘাটে ৷


গরীবের জীবন ,              ক্ষুধা নিয়ে মরণ ,
              সাথে দুঃখ-কষ্ট অপার !
নির্মম সে অপরাধ ,            বৃদ্ধিতে তারা অগাধ ,
             চিন্তারেখা কপালে সবার ৷


স্বার্থ নিয়ে টানাটানি ,        আপসে হানাহানি -
             খলেরা শোভে ছলনায় ;
চারিদিকে অপগুণ ,           বাড়িছে শকুন ,
             হিংস্র শ্বাপদ বাড়ে মাত্রায়  ৷


নয়নে নামিছে প্লাবন -         দুঃখীত জনগণ -
               বাড়িছে সংকুচিত হাবভাব ;
নীতি তার অধঃগতি ,         বাড়িছে ক্ষয়-ক্ষতি ,
                ভরিছে অশুভ স্বভাব !


(ইং-২৭-০৯-২০১৭)