সুপথে লোককে আনা
অসম্ভব কঠিন !এক বড়ো ঝঞ্ঝাট
স্বার্থীতে তৈরী করা- সহজ ষোলআনা ,
পন্থাটি সহজ, কাজটি জমজমাট ।


সুপথে চালনায় কষ্ট অশেষ
ভালর কথায়, খারাপ বোঝে
পূর্বাগ্রহে ব্যক্তি মেধাধারী বেশ ,
অনুসন্ধিৎসু মন অন্যায় পন্থা খোঁজে ।
এরই সুযোগে নকল সাধু
তাঁরা চান, বোকার বাস
খেলছে ভূবনে অঢেল জাদু ,
চালাকের সুখ বারোমাস ।


বৈচিত্রময় এই সমাজ মাঝে
এই বোঝা, না বোঝার দ্বন্দ্বে ,
নির্মম পিষ্ট কত সরল ,কাজে
চলছে শোষণ, সকাল সন্ধ্যে ।


(১৮-০৪-২০২২)