হ’লেও কালে, অতি উঁচুদরের চাচা !
খাদ্যর দ্বারাই জীবনে তাঁর ও বাঁচা ,
সুখের হাঁড়ি, ঘরবাড়ী যা নিয়ে মত্ত আরো বাড়াবাড়ি
শ্রমিক, কিষাণ, কঠোর শ্রমে  
চিরদিন শান্ত রাখে তারা ক্ষুধিতের অভুক্ত নাড়ী ।


এ এক মূল্যবান সত্যজ্ঞান-সচ্
তারা রক্ষায় সুন্দর জ্ঞানগীতা তার কবচ ,
উপরের মলাটসম সযতনে
ধূলোবালি, আঘাত, ক্ষয় থেকে বাঁচায় মনে প্রাণে ।


শ্রমিক, চাষা নীরব সেবক,
প্রতি দানে তার নাম- গেঁও চাষা ,
আমরা কত বুরবক !
শুনে তার অশুদ্ধ ভাষা
ভাবি মূর্খ, আনন্দে মাতি, জংধরা জ্ঞানে খাসা ।
ভাবনা, পর তালে তাল যোগাক সে ঢাকী ,
দিনমজুরে, চাষী, চিরদিন সেবারত যেন ঢেঁকি ।


*-বুরবক > বোকা ।
(ইং- ১৭-০২-২০২০)