মাছি আর মৌমাছি
তার ঘ্রাণশক্তি ভিন্ন
এক ঘোরে ফুলে ফুলে
অপরে দুর্গন্ধে মগ্ন ।


জ্ঞানের পরশে আছে কঠিনাই
আত্মস্বাতে খাঁট, তেজ ,
হাজার চেষ্টায় সোজা হয় না
কুকুরের বাঁকা লেজ ।


একই কথা নানান অর্থে
বোঝে কত লোক ,
জীবনের এত দুর্গতি দেখে
অনেকে পায় না শোক ।


অজানা, সমাজবাদ-পুঁজিবাদ
ফারাক যে কোথায় ?
অথচ সুখ চাই এ যুগ-কালে
এমনি চিন্তা মাথায় ।


(২৬-০৯-২০২১)