এক জড়বুদ্ধি ঘরকরে দেহঘর ,
মানুষ অসহায় ,অচৈন্যমতি- বর ।
বেড়া যদি খায় জমির ফসল
বাড়ে না আগে সৎ ও সরল ।


বোধহীনতা, ভালে যদি লেখা
পদে-পদে দুর্ভোগ তারই প্রতিক্ষা
সাক্ষাৎ মেলে ভুলদের শিক্ষা ,
এর পরও মূঢ় চিরতরে অবুঝ
করেই চলে নষ্ট, অতি সুখে সবুজ !
পরম কর্তব্য যুগকে কিছু দেওয়া -
আমরা শিখেছি মাত্র নেওয়া ,
প্রজন্মেরা কত যে হবে ভাগ্যহারা
অবোধের তিলমাত্র না শুভ-ভাবধারা ।


(২১-০৫-২০২৩)
বর > ব্যক্তি