বেঁচে থাকা কত যে মাহাত্ম্য- অপার ।
নয় লাফালাফি, জীবনটা অসার ,
কাজ হি কাজ, সময়ে না আহার ও বিহার ,
‘আরাম হারাম হ্যায়’, জ্ঞানীর যে বাণী তাঁর ।
“সুখ পেতে খাট খুব, ভরা যৌবন
জীবনটা গড়ে তোল- সে মধুবন ,
কাজে পাথর ভেঙে- করিও গুড়ো
জয় করো গিরিশৃঙ্গ-এভারেস্ট চূড়ো ।
তৈরী হোক নিজ গুণে -শ্রমে
হাত পাগুলি হয় যেন লোহার ,
যদি আসে দুঃখ, পুষে রেখ অন্তরে
করো না অযত্ন কভু সে বাছা কষ্টরে  ,
তারাই বন্ধু , মনিমুক্তো হার ।”


মন চায় মায়া ত্যাগে,- নিঃস্ব যাই ,
শেষের গতি চারকাঁধে , শেষফল ছাই !


(ইং- ০৬-০২-২০২০)
তাপস গুহাঠাকুরতা, তাঁর কাব্য, “গতি” ( ০৬-০২-২০২০) ,
পাঠ করে মুগ্ধ হয়ে , আজকের কাব্যটি  
"অন্তে সমাপ্তি”  তাঁর সম্মানে উৎসর্গ করিলাম ।