আলোর মিছিলে আলোরে খুঁজি ,
আঁধারে মুক্তির তরে লড়ি-জুঝি ।
কান অসাড়, সখার ডাক কৈ শুনি ?
ভাবি জড় ওরা । ধ্যানগম্ভীর মুনি ।


সুখ তারা সদা দেয়, আদরে কোল ,
ধিক্কারি তারে ! বলি আবোল তাবোল ।
ঘরে ভরা খাবার তা’ অদেখা করি ,
না খেয়ে শুখিয়ে, অজীর্ণে মরি ।
সুধীরা সুপথ দেখায়- পথে চলিতে ,
আলেয়াকে সঁপি নিজেকে- ছলিতে ।


উদিল জাগ্রত জ্ঞান, দীপ্ত প্রকাশ ,
মেটে না তবুও আকাঙ্ক্ষা-আশ ।
ঘনায় প্রাণ-দীপ ,নিভু-নিভু কাল ,
নাও, ঝড়ে উত্তাল , ছিঁড়িল পাল ।


(ইং-১৬-১২-২০১৮)
*-প্রবুদ্ধ কবি রীনা বিশ্বাস-হাসি -(মৈত্রেয়ী কবি)  তাঁর সুন্দর কাব্য, “দৈনিক চাহিদা”, মন্তব্য করতে যেয়ে অতি মুগ্ধ হয়ে দু’চার কথা লিখি ।
তাঁর সম্মানে আজকের কাবিতাটি-(শেষ সময়) তাঁকে অর্পণ করিলাম ।