স্রোতের প্রতিকূলে- তরী বাই -
আগমনীতে, বাজাই সানাই ;
জ্বরে বেহুঁশ, করি মাতামাতি ,
বেদনা ভরা জীবন গতি !
যখন, সাক্ষাৎ দেখি ঐ বেড়াল -
টুনটুনি ছানাকে করিছে বেহাল !
বেচারা, ক্ষুদ্র-তুচ্ছ, নগন্য ;
পাখিটা কাড়ে না পর অন্ন ৷
ডাঙায় বাঘ- জলে কুমীর -
গরীব চেপ্টা, চাপে আমীর !
ধনীর ভাগ্যদ্বার, সব খোলা -
কপাট বন্দ- গরীবের বেলা !


যাবটা কোথায় ? চিন্তা মাথায় -
চলো উজান ! শেষ উপায় ৷
এছাড়া নাই কোন- পথ ,
উল্টো ঘুরাই চাকা,- রথ ৷
এসময়ে সঙ্গি-সাথী, জোটে কম -
সবে, গতির সাথে সারে করম !
অশুভ সকাল, মন্দ কপাল -
সাথে, ভাঙা হাল- ছেঁড়া পাল !
আদর্শ ভুলি না, চাই ত্রাণ ;
চলা মোর তাই, ঠেলিয়া উজান !


(ইং২৯-০৬-২০১৭)