কে বলে, দেশ ,স্বাধীনের পর -
ভরেনি দেশে কোন সুখবর ?
মধুকর আজি ফুলে-ফুলে
নিংড়ে রস নিচ্ছে তুলে ।
কীর্তিযশা সে চরে বেড়ায় ,
রঙ্গ রসে ভরে মাথায় !
মানে না হায় - কৃপণ হৃদয় ,
উত্তম পেয়েও, নয় সদয় !


আগাছার মত, ব্যাঙের ছাতায় --
নেতা গজায় সব জায়গায় !
ভরিয়া চেহারা, কত রঙা
মানব মনে আজ দিচ্ছে হানা !
লাগে না বুদ্ধি-বিবেক হেন ,
বকিতে পারিলে নেতা যেন !
ত্যাগের নামে ,নেই বালাই-
ভোগের জন্য, নেতা তাই !


টু-পাইস্ লাভ কালে না হ’লে -
নেতা চলেন , অন্য দলে !
দল ভাড়ানো নিয়ম যতো ,
নেতারাই গড়েন ইচ্ছে মতো ।
যাঁর অপকর্মে, তালিকা ভরা ,
সে নেতা মহান, সবার সেরা ।
জেল-হাজত আর নেতার নয় ,
নেতা এখন সে মান্য মহাশয় !


(ইং-০৬-১২-২০১৭)