শিক্ষা পেলে হয় যে শিক্ষিত
শিক্ষার অভাবে কহে অশিক্ষিত ,
কোনটা ঠিক কোনটা বেঠিক
ঠিকই জানতে হবে
দেখা যাক তবে ?


শিক্ষিত সে করছে চুরি
সিন্দুকে পোরে ভুরি-ভুরি ,
নানা রকম ফন্দি এঁটে
চৌর্য্যবৃত্তি, -পকেট কাটে !
ঘরে- দফতরে বা কর্ম কাজে-
ঘুষ নিতে কৈ শরমে বাজে ?


মাসে প্রচুর বেতন পায়
ঘুষের পয়সায় ভুঁড়ি বাগায় !
ধরা পড়ায় জানা যায় -
উচ্চ শিক্ষিত পাসের ডাক্তার
কী ! জাঁক-জমক, বাহার তার ,
কত নামডাক আর পসার -
স্বদেশ-বিদেশ ঘুরে আরপার ।


ঘুষ নিতে কোটিতে আছে দম
ঘটায় ঘটনা নাম তার ‘ব্যাপম’;
পি, এম, টি, ছাত্র চয়নে ছল-
মেধাবী ছাত্রের খেয়ে কপাল-
জেলে ব্যবস্থাপক মাপে জল ,
তবুও আসেনি তার আকল ।


(ইঁ-২৬-০৬-২০১৫-)--গোপাল চন্দ্র সরকার      
BAPAM  >  Expert Health Support for those Working .and Studying in the Performing Arts .
(PMT > Pre-Medical Test- ব্যাপম এখানে ভর্তির দায়িত্ব -ব্যবস্থা নেয় )
(শিক্ষিতদের দ্বারা , ডাক্তারি ভর্তির জন্য, মধ্যপ্রদেশে কুখ্যাত  ঘুষকাণ্ড ।)