আর এক আই,এ, এস,
বাসস্থান মধ্যপ্রদেশে ,
বহাল তবিয়ে ছিলেন বেশ ;
উপরি আয় করত অশেষ ,
শরম-লাজের ছিল না লেশ !
করে ভুরিভুরি আয়কর চুরি ,
অকুত অর্থ হ’ল তাহারি -
খেয়ে ঘুষ কোটিতে-কোটিতে
শেষ পরিণতি বাধ্য জেল খাটিতে !
এগদা চলিত মহাদাপটে
পা পড়িত না তাঁর মাটিতে !
এখন সে স্ত্রীসহ জেলে বন্দি
খাটেনি কোন সুচতুর ফন্দি ;
একদিন তার কুর্নিশ কারী
একদা ,ছিল সব বর্দীধারী ,
ছিল অধিনে আই,এ,এস,অধিকারী !
এখন ভৃত্যের মতো বাচাধন ,
তিনি ওদের আদেশ পালনে মন ।
অধিকারী সে চোর, উচ্চ শিক্ষিত
প্রচুর ক্ষমতায় ছিল সুসজ্জিত,
চুরিতে এরা তবু - চুনোপুঁটি
খেয়েছে শুধু কিছু কাদামাটি !


এরকম নজীর আছে মেলা
আরো শিক্ষিত চোরের জেল্লা-
এরা খায় এস্পেকট্রম, কয়লা
মনে ধরে না কোন ময়লা ,
না আছে কোন জ্বালা
তাঁরা দুধে ধুয়ে যেন ধবলা  !
লোকে বলে এরা শিক্ষিত মেলা ,
সমাজে এদের যাবে না ফেলা ৷
সুচারু এঁরাই দেশের চালক ,
দেশকে নেবে সত্বরে পরলোক !
এঁরা যে রাঘব বোয়াল !
এঁরাই দেশে ডাকে আকাল ।


অনেক সংসদ মন্ত্রী, নেতার
আসন- চেয়ার- পায় যেন দেবতার ,
বাইরে তাঁদের এমন হাল
ভেতরের রূপটি অতি ভয়াল !
লোকে বলে এঁরা উচ্চ শিক্ষিত
অজ্ঞ আর যারা, অশিক্ষিত ?


(ইঁ-২৬-০৬-২০১৫-)--গোপাল চন্দ্র সরকার      
স্বামী স্ত্রী, টিনা ও অরোবিন্দ যোশী
প্রাক্তন আই এ এস অধিকারী ।