বন্যা-জলপ্লাবন এ সময় গলে সবের মন
অগত্যা, একই পরিস্থিতির দাস ,
ছোটবড়ো সবার বিচারে একই ধর্ম খাস ।
পেটের টান, সরল মন, সাম্য বিচার ধ্যান
কষ্টে শিক্ষায় গড়ে বিজ্ঞ,- বাড়ে মান ।
ভেদাভেদ ভুলে সবে হয় আপন
যা পায় ভাগ করে খায়, খিদের ক্ষণ ।


বন্যার অসহায় মানুষ বোঝে তার দায়
এ সময়ে সবে অনুভবি ভ্রাতৃত্ব ভাবনায় ।
হলে গরীব মনুষ্যত্ব বোধ হয় বেশী ,
অভাবে যা পায় তাতেই তারা খুশী ।


(২২-০৭-২০২১)