হে সুখ, কেন বন-উপবনে ?
চলে এসো মোর গৃহ কোণে ।
নিরিবিলি আর ভাললাগে না !
গাও ! আঙনে, সুখের গানা ।
চাহিদা, সে অগুন্তি-অফুরন্ত ,
ভোগ-লোভের নেই যে অন্ত !


মাটি আর নয় ! মোটে বিছানা-
পালঙ্কে শোওয়া- তাই জানা ।
দাওয়ার পিঁড়িতে নয় বসা -
সেথা বসে নেহাত, চাষাভূষা !
চাই সোফা, কেদার, ঝুলা -
ফ্যান, কুলার, এসি, মেলা ।
মিক্সী, ফ্রীজ, ধুলাই ম্যাসিন ,
মেঝে সংমর্মর, ওয়াস বেসিন ,
মটর বাইক, বিদেশী রম্য কার ,
ডিজে, কান ফাটা ধ্বনি তার !


মনেতে সাড়া, নয় সে সুখবর ,
চাই,ঘরে ঠাঁসা ! অতি- জবর ।
বাঁচিতে আরো কত কি লাগে ,
চাই বসন্ত ঋতু ! পৌষ-মাঘে ।


বাঁচিতে লাগেনা রাশি-রাশি ,
‘খাজনার চেয়ে বাজনা বেশী’!


(ইং-০১-০১-২০১৮)
হিন্দী শব্দ, জবর > বেশী, মস্তবড়ো, মনমাতানো,