গগনে হেরিয়া নানা রঙের মেলা ,
ওঁরা কমতি জ্ঞানে করে খেলা !
কত সতেজে চালায় ভেলা -
দীপ্তিতে বিরাজে, নহে উতলা !


দৃঢ় প্রাণে, স্থাপিত করা স্থিতি ,
দেখানো যোগ্যতা, মহাজ্ঞানী ভাতি !
চলমান জ্ঞানেতে ,অজুত কমি ,
এখনো পদতলে- ফাঁকা যে জমি !


প্রকৃত জ্ঞানী- বাঁচে, সর্বমঙ্গলে -
প্রবুদ্ধ চলে, পরত্যাগে, সরলে ।
যাঁরা, স্বার্থে সদা, আপন আপন -
কী কোরে, করে, সর্বহিত পোষণ ?


এখনো অতিদূর- মুখ্য ভাবনা -
চেতনায় বহু কিছু, সেথা অজানা
এক ইঁদুর ! ক্ষণে, চিন্দি পেয়ে ,
ব্যস্ত, নাড়াচাড়ায়-বিভোর হয়ে !


(ইং-৩০-০৩-২০১৮)- বেঙ্গালুর ,
হিন্দী শব্দ,- চিন্দি > ছেঁড়া ন্যাকড়া ।