আইনস্টাইন এর শক্তির সূত্র
আজ এটমবোম উদয় সর্বত্র ,
থরহরি কম্পমান দিকে দিকে
মোরা নেই তার অশুভ শিখে ।


আছে মজুদ,আরো চলিছে কাজ
বোম, ধ্বংস কাজের উৎস আজ ।
তা’, কি কারণে অণুশক্তি ধারণে ?
প্রয়োগে, মানবই নিঃস্ব,- পতনে ।


বোমের গুণাগুণ তার মধ্য
খারাপটা রোখায় কার সাধ্য ,
পুনঃ পুনঃ স্মরণে বলি বারবার
বাণীরও শক্তি আছে অপার ।


ভাল মন্দ উভয় দু’দিক
প্রকাশে সত্যরে হয়ে নির্ভীক
যদি হয় প্রয়োগ-জ্ঞাত হরদম -
অনেক বাণী কার্য্যতঃ বোম !


না চাওয়া ক্ষয়-ক্ষতিতে কাল
না হয় সমাজ অরাজক বেহাল-
সংযত সুধী আত্মা,- বিরামে বাণী ,
চির শান্তির প্রয়াস করেন ধরণী ।


(ইং-০৯-০৪-২০১৮)