নেতা বলেন, “আমার দল শ্রেষ্ঠ, ভাল
সবারে দেখাব জীবনজ্যোতি আলো” ।
বিশ্বাসে তাঁকে ভোটে জিতাই
মাথা খাটাই না--- তার কথায়
বিনা বিশ্বাসে বাঁচার নেই উপায় ,
মনে হয় এমনতর ভাবে সবাই ।


ভোট তো দিতে হয়--এমত শিক্ষা
বিশ্বাস, বহুতর সংখ্যা, না বুদ্ধু-বোকা ।
হুজুক দেখলে কোন দলের পানে -
ঝুঁকি, একমতে শোনা কথার টানে ,
অত সময় কার, আগের বাচবিচার ?
সবে চায় উত্তম--জীবন বাহার ।


নিজে চালাক-চতুর নেই জুড়ি
ভোট দিয়ে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ি ।
এবার দায়িত্ব-ভার উঠায় সে নেতা
মজা পাই ,নেতা রোজ কাটে ফিতা ।
পরনির্ভরে টেঁকে না সুদিন না- বাড়ে মান-
লাথি বিনে ঢেঁকি ভাঙে না সে ধান !
বিনা হাত পা নেড়ে চাই সামাজিক উত্থান ।


(২৯-০৯-২০২১)