যে জেতে সেই হয় সেকেন্দর
সে বড়ো অভাগা যার নেই ঘর ।


কু-মনা সর্বদা অহংকারের জড়
যে অভাবি তার আপন, হয় পর ।


বিজ্ঞাপন পাতায় না চড়িলে জ্ঞান
কার্যকরী শ্রেষ্ঠ জ্ঞান ভূঁষা সমান ।


মানীর বিনা চাটুকরে বাড়ে না মান
গোলকধাঁধায় মানুষ খোঁজে ত্রাণ ।


প্রভাতের সূর্য্য দর্শনে পথে যাত্রা
তিনি সঠিক বিবেচক অতি মাত্রা ।


যদিও ধনীর সম্পদ গরীবের সৃষ্টি
সর্বস্ব হরণে সে ধনীর হয় না তুষ্টি ।


(১৩-১০-২০২১)