সে ছোট্ট মাত্র ! পাখি, টুনটুনি -
বলহীন অসহায়, তাও জানি -
আত্মরক্ষার উপায় তার মোট ,
সামান্য দু’টি পাখা আর ঠোঁট ।


শীত-গ্রীষ্ম-বর্ষা, সারাটাকাল ,
বাসায়, ছানারে রাখে খেয়াল ।
অকারণে যায় না ছেড়ে চলে -
করে আদর-যত্ন, সব ফেলে ।


  এইটুকু তার হীরের সংসার -
  টুনটুনি স্বর্গসুখ পায় অপার !
  আনন্দে সবুজে- ঘোরে, ভাসে ,
  কৈ মানব হেথা, ততো সহর্ষে ?


মানুষ সে যে, বুদ্ধিমান প্রাণী !
কেন কমে ? তুলনায় টুনটুনি !
কি রত্ন নেই, মানবের কাছে ?
দৃশ্যে, সব জীব, মরে লাজে ।


নিয়ে সমাজ- দেশ -ঘরবাড়ি -
আছে মেতে ,করে- কাড়াকাড়ি !
এইকী জীবন ! একবার শুনি ?
কৈ ওরা লড়ে ? তারা- টুনটুনি !


(ইং-২৮-১২-২০১৭)