আদর্শ, স্বাভিমান বিদ্যমান ,
তবু কেন কুণ্ঠিত মনোপ্রাণ !
শক্ত, পেশীবহুল বাহু , বল -
হেরি তা', বৃক্ষ-শাখাসম অচল !


যদিও দয়া ক্ষমা, হাস্য বদন -
তবু ক্ষণে ক্ষণে 'অরণ্য রোদন' !
গ্লানি, অপমানে বাঁচিছ আজ -
যেন দাঁড়িয়ে সে সহিষ্ণু গাছ !


কালেতে, পদপৃষ্ঠে বসবাস ,
ভরা মাঠ যেন নিরীহ ঘাস ।
চলায় স্টিমরোলার দেহ পরে ,
মাত্র থাকা, পিচের মত পড়ে !


মনে ডাকিছ, হয়তো দয়াবান -
সুদিনে সকালে জাগাবে মান ,
মাত্র এই আশা-বিশ্বাস ,ভক্তি -
হয়তো তোমারে জোগায় শক্তি ।  


(ইং-২৭-০৬-২০১৮)