যখন প্রথম জ্ঞান হ’ল-তার
এ দুনিয়ার মাঝে ,
সবকিছু পায় হাতের কাছে ,
নিতে হয় না খুঁজে ।
ভোগের জিনিস যখন চাই -
দু’হাতে মেলে সব ,
কারা যে যোগায় কষ্টে বস্তু ,
জ্ঞানে, বড়ো অভাব ।


বুঝালে অবুঝ, তার মাথা-মুণ্ডু ,
ভাবে না সাত-পাঁচ ,
শিক্ষায় মগজ ,যুগের ধারা বয় ,
সেমত ছোঁয়া-আঁচ ।
কার অবদান, ত্যাগ বলিদান ?
বোঝার চেষ্টা নাই ,
না সহে যাতনা, চাহিদা পূরণ -
প্রতিপলে, ভরপাই ।


আগের তরে, কত যে চলিবে ,
সে চিন্তা গেছে মরে ,
না পেলে, না খাবে, ভাগ্য-মানে ,
চলে, বরাত জোরে !


(ইং-০২-০১-২০১৮)