জীবে, মানুষের উঁচু স্থান
সে ধী মেধা-বুদ্ধি জ্ঞান ,
বাঁচতে হয় তাই বাঁচা
যেমন বাঁচে আগাছা ।
লাথি-ঝাঁটা কত পেটা
তবু খোলে না গুণটা ,
নেই হুশ-চৈতন্য
অকথা কুকথা সবই মান্য ।


তর্কের অভাব, তার ধার
অপসরণ হয় না আবর্জনার !
পর তালে ভরা তাল
করি মাতলামী পেলে মাতাল ।
গড়ে মাতি, বলি, হরিবোল
খুব বাজাই করতাল ঢোল ।


নাও- যেদিকে চলে জলে -
প্রায় পড়ি, জলের-ঘোলে
নিজ বলে কৈ সজাগ ?
ভাগ্য-ভাগ্য হাক ডাক ।


(ইং-২৬-১২-২০১৮)