শীর্ষে শুভ্র তুষার জটা
বিস্ফারিত দিগন্ত রজত ছটা,
ভেদিয়া অজুত সে দৃঢ় বন্ধন ;
মা গঙ্গার শুভ যে আগমন ৷


অভয় দাত্রী হে মা, গঙ্গে-
তুমি যৌবনা, অপরূপ তব অঙ্গে
নামো, ধরণীতে খরতরো বেগে ,
উপোসী রয়ে কত রাত জেগে !


শোভে, রংধনুর বিকিরণ নানা ,
শ্বেত-সহস্র রজত বারি কণা ;
রিনিঝিনি ঝংকার তুলিয়া সঙ্গে-
নৃত্যে মাতো, নিত্য নব তরঙ্গে ৷


তোমার অসীম প্রগাঢ় মায়া-
আদি অন্ত ভরা তব কায়া ,
তুমি অমৃতা মা ! অতি নির্মলা ;
শীতলা, কোমলা, তুষার-ধবলা ৷


তুমি সু-মধুর কল্লোলিনী, কিঙ্কিণী ;
ধ্বণিত, জাগ্রত, সদা নির্ঝরিণী-
তুমি যে তেজস্বিনী মা ! মাতঙ্গিনী ,
তব চপল চলন পুলকিত চাহনি !


জীবে তুমি যে , অভয় দায়িনী ,
তৃষ্ণায় তুমি যে- হে মা,সঞ্জীবনী !
চকিত চরণে, চঞ্চলা প্রবাহিণী ,
প্রফুল্ল নয়না, ভূবন মোহিনী !


তুমি যে মা ! অবলা, সচলা ,
তব করুণায় ধরণী উজ্বালা ৷
পতিত সবের চির উদ্ধারিণী ;
তুমি যে মা ,পবিত্র পাবনী !


নানা ধারায় স্বচ্ছ সলীলা ,
তুমি মা, করো কত খেলা !
কত মুনি ঋষি সাধু জনে-
জ্যোতি দেখাও ওদের প্রাণে ;
সদা ত্রাণে, থাক মা, তুমি লীন ,
তাই তো মা, হও না, কভু মলীন !


যুগযুগ ধরে পাপির পাপ হরে
তুমি বিরাজো মা-, ধরার ’পরে ,
অপার করুণা, ভরা তব বুকে-
সবে, অযাচিত তাহা লভিছে সুখে ৷


(ইং-04-04-2016)
প্রিয় সকল কবিদের প্রতি হার্দিক শুভ নববর্ষের শুভ কামনা রহিল ৷