সেই হাজার হাজার বছর আগে মানুষের চেতনা
তুলনায় এখনকার সাথে ভাবা যায় না !
সৃষ্টির শুরুতে মানুষ ছিল বেশী উৎসুক
সব কাজে সে চেয়েছিল সহজ পথ আর সুখ ।
তাই নিজেকে ঘিরে রচনা করে এক সংসার
কাজের কথা-উপদেশ, সব বেছে একাকার
কর্মযজ্ঞে স্বপক্ষে আপন তরে ভরে তার আগার ,
অনেক আপদ-বিপদ থেকে কালে পায় নিস্তার ।


বেশ চলছিল সুন্দরে -পরিবেশ ,
কিছু সেবক নিজ সুনাম প্রতিপত্তি নিয়ে বাড়ায় বিদ্বেষ ।
কোনটা ঠিক আর কোনটা ঠিক নয় -
মানুষের মাঝে বিপুলাকার ভরে সংশয় !
কালে, চাপে সংখ্যা-বলে ,
মত্ ভিন্নতা নিয়ে মানবে নির্মম হত্যালীলা চলে ।
একে অপরে পাড়ে- অকথ্য গালি ,
কিন্তু আশ্চর্য ! জিতেও- অশেষ কষ্ট, শূন্য থালি ।
এর মূলে একে অপরের সম্পত্তি হড়প নীতি-
তাই সংসারে, ধর্মের মাঝে গড়ে উঠছে না সম্প্রীতি ।
উঁচ-নীচ, ছোট-বড়ো, বলবান-দুর্বল, ভাগ -
আস্থারে নানা বর্ণে বিভক্ত করে, মানুষ করেছে অবাক !


(০৬-১১-২০২০)