নেতা জনদরদী, যোগ্য জাদুগর-
সে দেখায় ভেলকি জিতে বারবার ,
অভাবে লেগে থাকা , পেট ও পিঠ
নেতা জানে কারণ, ঠিক-ঠিক ৷


ভাগ্যকে করিতে পারে সে চিৎ ,
ধারণে কর্ম, বাড়ায় নিজ হিত ৷
পর গৃহ করিয়া উজাড়-
নেতা পারে স্বয়ং ,ভরিতে সংসার !


দিনকে করিতে পারে গভীররাত -
মিথ্যাকে পারে, রূপে সত্যজাত !
যারে তারে পারে , করিতে ক্ষতি ,
সুসময়ে পারে, টানিতে অবনতি ৷


বিভেদে বিচরণ, প্রতি জাতিপাতি ;
বৃদ্ধিতে বিচ্ছেদ, পারে সে অতি !
সুগন্ধিরে পারে, ভরিতে দুর্গন্ধ মলয় ,
অশান্তিরে দেখাবে সুখের আলয় !


সে অন্যায় করেও দম্ভ ভরে -
চড়ে মিথ্যার রথে, প্রচার সারে !
গরীব,দীন-দুঃখী, সাথে সবার , :
ছলে হৃদয় ভরা দয়ায় একাকার !


দেশে ভরিলে কষ্ট- হাহাকার-
মিষ্ট কথায় নেতা, চায় উদ্ধার !
আনন্দ বাণীতে ঝরায় ফুলঝুরি ,
আস্থায় দেয় তখন, খুব সুস্সুড়ী !


(ইং-০৬-০৯-২০১৭)