ব্যাঘ্রের দন্ত ও থাবায় অসীম শক্তি
      চরিত্রে এ-কথাটা মান্য ,
বুনো পরিবেশে শিখেছে কেবল
      স্বভাব-গুণে সে বন্য ।
আহারে মৃগ শাবক বা গরুর বাছুর
      পরখে ভ্রূক্ষেপ নাই ,
দরকারে জড়ো পেটের তাগিদে
    শোকতাপের না বালাই ।


মানব সহিষ্ণু ,মানবতা গুণ ও ধর্মে
      শিক্ষায় দয়ামায়া, ইমান ,
পরের বিপদে তারা ঝাঁপিয়ে পড়ে
       নৌছাবর করেও জান ।
গৌরবে সভ্য সমাজ, জয়জয়কার
       চারিদিক বহিছে সৌরভ ,
প্রকৃতির কোন আপদা-দুর্যোগ মাঝে
        মানুষই সাহায্যে সরব ।


(ইং-০৫-০৩-২০২০)
*-পরখে > দেখায় ।
*-নৌছাবর > ত্যাগ. বলিদান ।