মানুষের মন- চায় পরিবর্তন ,
সৃষ্টিতে রুচি, সদা অনুক্ষণ ।
কর্ম চঞ্চল , মেধাধারী সচল
কখনো ত্যাগী এ ভূ-ধরাতল ।
শত্রুতায় ক্ষুব্ধ, উদরতায় মুগ্ধ
পরাজয় গ্লানিতে কত না দগ্ধ ।
ধরিত্রীর প্রভু, স্বর্গও চায় কভু
পরিণামে সে খায় হাবুডুবু ।


অস্থির ভাবনা , মেলে যাতনা
জীবনটাই মনে হয় ফেলনা ।
জীবনঘানি কর্মসংসার টানি
সবার রূপ এক, মানী-অমানী ।
ভরা সমস্যায়, সার বোঝা দায় ,
মূলেতে মানুষ খুব অসহায় ।


(২৮-০৩-২০২১)