এক নয় ,দশ নয়
অভাবি, কোটি কোটি লোক !
দেশ যায় রসাতলে
করে না প্রবুদ্ধ আজ শোক ।


পেটে থাকলে বল
শিশুর চাহিদা বাড়ে খেলনা
পঙ্গপাল বোঝে, আলো উজ্জ্বল ,
দরকারে রাখে না ভূতভবিষ্যৎ জানা ।


যে দেশে বেকার অনন্ত
তার সীমা ছাড়িয়ে আজ চূড়ান্ত ,
আবার দেশে মূর্তিগড়ার হিড়িক ,
কবে রূপ ধরবে সুশিক্ষার দিক ?
ভব্য পিঠস্থানের বাড়-বাড়ন্ত ,
অশিক্ষা, তামাশা,কবে হবে অন্ত !


তবু, ‘আশায় বাঁচে চাষা’
আর্তর সম্বল আশা আর ভরসা ।


(১৬-০৯-২০২১)