শত শত দেশ, মত,নীতিও শতসহস্র
কেহ চায় শান্তি, কেহ চায় মারণ অস্ত্র ,
এক দেশ অপর দেশকে ভাল দেখে না
ভাল নিয়েও মনে পোষে বিরোধ ভাবনা ,
প্রকৃত নিরপেক্ষ বিচার, তার অভাব
এই এক মহা কারণ নিজ হীনতা ভাব ।


বিশ্বে এখন চতুর্দিকে যুদ্ধ, মহাসংঙ্কট
স্বার্থীর অমানুষিক কত না ভাব প্রকট ,
হয় না সমস্যার কোন সুরাহা- নিদান
ভাবে না ধ্বংস হচ্ছে কত নিরীহ প্রাণ ।


এমতঃ ভাবনা চিন্তা দুরাগ্রহ ব্যাধি-রোগ
তারা খুশী ,পর-অনিষ্টে না কোন শোক ,
কি করে হবে এ ধরিত্রী স্বর্গে পরিণত
বিজ্ঞমানব যদি রয় অজ্ঞানী—কার্য্তঃ ?


(২০-০৩-২০২৩)
দুরাগ্রহ > অশুভ দুরদৃষ্টি, মনোভাব ।