সেথা জনতা হাজারে হাজার
সবে এসেছে সারিতে বাজার ,
কত যে ঘোরে রঙিন স্বপনে ,
দরদাম দ্রব্যের কেবলি শোনে ৷
পকেট, অনেকের যদিও ফাঁকা ,
ঘুরে মেটেনা স্বাদ, বাজার দেখা !
চাহিদায় প্রতি দ্রব্যে, মনটি ধায় -
ভেবে ভেবে কত, মাথা ধরায় !


কেউ বেচে ,কেউ কেনে, আহ্লাদে ,
কত অপারক, আঘাত পায় হৃদে !
কারোর হাতে সময় অঢেল-অপার ,
তারা হিসাবি ,ফুরসতের খরিদ্দার ;
অনেকে ব্যস্ত, বিয়ের তরে বাজার -
তার অনেক কাজের দ্রব্য দরকার ৷


কোন দোকানী মাপে দেবে কম ,
বাসি পচা খাবার, বলিবে গরম !
বাধাদানে সে রেগে ওঠে, চরম !
এ তো রোজকার, বাজার ধরম ৷
নাও আর -নানাও, কী আসাযায় ?
যার যেমন রুচি ,তবু তারা নেয় ৷
আছে বাজার তাই ,ক্রয়ে আনন্দ-
খুশী মনে কেনে, যার যা পছন্দ ৷


পোয়াবারো তার, পকেট ভরা টাকা ,
আফসোস জাদা, যার থলি ফাঁকা ৷
চলন ধারা মানবেতে, আছে ভিন্ -
এভাবে বাজার চলে প্রতিদিন ৷
সমাজে উভয় দিক, ভাল মন্দ ,
চলিবে বাজার, হবে না বন্দ ৷
(ইং-০৪-০৭-১৬)
হিন্দী শব্দ, জাদা > অনেক ,বেশী ।