গ্রাস, মেলে না বসে পৈঠা ,
ঘর্ম ঝরালে ফল- মিঠা ।
গৌতম নাম,- ব্যক্তির ক্লেশ
হতে বুদ্ধদেব, হন জীর্ণবেশ ।


সহজ প্রাপ্য, বাড়ালেই হাত
আকাঙ্ক্ষিত বস্তু- জলভাত ।
শুয়ে বসে খেলায় তাস ,
অসম্ভব হওয়া হিমা দাস ।


ভাবনা যদি সদা মন্দ
চোখ থাকতে ও হয় অন্ধ ।
দেশ অবজ্ঞা, মানা না শাসন ,
মেলে না হালে নামের রেশন ।


(ইং-১৩-০৮-২০১৯)
*-হিমা দাস > ভারতের প্রখ্যাত ধাবিকা ।