মেধা বুদ্ধি বিবেক আধার
মানব জয়ী, আজ- অপার ।
বিজ্ঞান সে, উদয়ে সেথা
প্রতিভাত তায় জয়োগাঁথা।
শক্তির উৎস প্রবল তা’,
নিজ আয়ত্বে স্থায়ী সত্তা ।


হয়ে সে একছত্র সম্রাট !
জুড়ে আজি বিশ্ব মাঠ ,
ধী-মেধা, বাস্তব গুণ -
এ ভিত্তি, জীবন জুনুন !
সব জীব পিছে ফেলে -
দর্পে আগে তারা চলে ,
যমসম শত্রু, রুখিবার -
প্রতিরোধ অস্ত্র আবিষ্কার !
ধৈর্যে উপায় সাকার -
সে প্রাণে চির নিস্তার ।


সে বিজ্ঞান সম্বল করে -
নিজধ্বংস নিজে সারে ,
মানুষ খোঁজে নিজ যম
আলয় ভরা, এটমবোম !
এ বিষয় নেই যে ভ্রম ,
সমাপ্তি একদা,ধরম-করম !!


(ইং-১৮-০৭-২০১৮)
*-জীবন জুনুন > জীবনের তীব্র ইচ্ছা শক্তি ।