এ কোনসা আচরণ শূন্য শরম ?
সর্ব কাজে অশুভ করম !
তিনি জ্ঞানবান ভরা যে মান
কথা-কাজে, বিজ্ঞ- বুদ্ধিমান !


কোথা হতে ! এত শক্তি-বল –
বিজ্ঞান খুঁজে জানায়, ধরাতল ।
উৎস-জড়, আস্থার ভরসায়
মানব মানে- সকাল সন্ধ্যায় ,
সন্ধ্যায় যায়, অপকর্ম ভুলে -
প্রাতে সে জাগে পুনঃ সবলে !


মেলে, চমৎকার আস্থায়-আশ
অহরহ যোগায় কর্ম বিশ্বাস !
শিরঃ নততে আস্থার ধামে ,
অসীম বল মেলে অধমে !
সব দোষ নিঃশেষ, হয় ক্ষম্য -
আগে ঘটুক না, অসৎ কম্য !
এ ধারা সরিৎ- প্রবাহ মান ,
এমত কর্মে মেলে কী সম্মান ?


(ইং-০২-০৮-২০১৮)