অজানাকে মেপে জানা, আসে বড়ো মজা
         কত-কত যন্ত্র দেখি আজ
          তারা মাপায় করে কাজ ,
ঠাণ্ডা-গরম ,লম্বা-খাটো, বলে দেয় সচ্চা ।


সত্য-মিথ্যা ভুল-ভ্রান্তি সঠিক তার জ্ঞান
        রক্তের চাপ-মাপ-প্রকরণ
        জ্বরের তাপমাত্রা-আচরণ
সঠিকতায় যন্ত্রকাঁটা বলে দেবেই মান ।


দয়া-মায়া, দুঃখ-কষ্ট , রাগ ও বিদ্বেষ
         মাপায় অপারক, সুখ
         সব যন্ত্র ফেরায় মুখ ,
মাপের মানদণ্ড, কম্ম নয় যন্ত্র বিশেষ ।


(২২-০১-২০২১)