কেবল বলিষ্ঠ যাঁরা- মেধা ও অর্থে
তাঁরাই একছত্ররাজ করিবে মর্ত্যে ।
সামান্য দৈহিক বলে নয় পার ,
হবে না জয়দর্শন, এ যুগে তার ।


চাপে পিষ্ট, একে অপর সংস্কৃতি ,
দুর্বল নীরবে দেখে অশেষ দুর্গতি ।
গতি প্রবাহমান এ নিয়মে প্রকৃতি ,
সূক্ষ্ম পরিবর্তন ঘটে নীরবে অতি ।


যুগ স্থায়ী নয়, মহাকালের ধারা
কত নদনদী সাগরে তারা ও হারা ।
গ্রহণে ঊর্ধ্বগতি ভেদাভেদ ছাড়া
সমাজে দেখা দেবে ,সুখেরা ভরা ।


চেষ্টিত মানব, পথ খোঁজে অহরহ
কিছুর অছাড় আদিম নীতি, মোহ ,
কালে-কালে নদীর যোগ মোহনায় ,
পরিবর্তন অবশ্য হবে জনভাবনায় ।


(ইং-০২-১০-২০১৯)